পেটে আমার দারুণ ক্ষুধা
ক্ষুধার জ্বালায় শব্দ খাব
গল্প কবিতা নাটক খাব
ক্ষুধার জ্বালায় আগুন হবো।

ক্ষুধার জ্বালায় বৃক্ষ খাব
মূল কাণ্ড বাকল খাব
গাছের পাতা লোহা খাব
উন্নয়নের পাঁচিল খাব।

পদ্মা সেতুর পিলার খাব
মেট্রোরেলের চাকা খাব
জোছনা মাখা তারা খাব
জুলুমবাজের শিকল হবো।

ব্যাংক খাব বিদ্যুৎ খাব
শকুন চোখের মনি খাব
শোষক দলের মুণ্ডু খাব
ক্ষুধার জন্য পাগল হবো।

গাড়ি খাব বাড়ি খাব
লুটেরা দের কলজে খাব
আমার ঘরে ভাতের অভাব
আমি কেন ঋণী হবো!

মিটিয়ে দাও ক্ষুধার জ্বালা
রাজপথে নয় বুলেট খাব।