অভুক্ত প্রাণ অভুক্ত’ই
থেকে যাক,
ভুক্ত প্রাণ খেয়ে খেয়ে
মারা যাক।
জোছনা মেখে গায়
জোছনা রা থাক রাস্তায়,
রাতের গহ্বর থেকে শুধু
কান্না শোনা যায়।