যেতে তো আমিও চাই,কিন্তু পারিনা!
ধূসর মাঠে কেবলই হাতছানি দেয় অশ্ব ছায়া।
যেতে চাই; কিন্তু পারিনা!
কোথা হতে যেন, হাওয়া এসে বাঁধে তুমুল আলোড়ন
পাঁজর ভেঙে তরী ছোটায় নিরুদ্দেশ যাত্রা।
পথ আগলে থামায় প্রভাকর;
একটু সোনা রোদ তোমার রয়েছে পাওনা।
শ্রাবণের অশ্রুজল ছোঁয়ায় অধর
যেওনা এখনি;
দেয়ার বাকী আছে মুক্তদানা।
স্মিত হাসি ছড়িয়ে আবেদন শিশির কণার
এসো; অধরে অধর রেখে ভালোবেসে ফেলি।
কাশফুল হাওয়া বলে, একটু দাঁড়াও ;
আকাশের নীল ছোঁয়া রয়েছে বাকি।
সুধাকর বিছায় কেবল জোছনা চাদর
যত পারো নিয়ে নাও, নির্লোভ আদর।
হাঁক ছাড়ে শুভ্র অশ্ব ধূসর মাঠে.......
নিয়ে যাবে সাথে করে, অজানার দেশে।