দারিদ্রের কষাঘাতে বাঁধা নাগরিক জীবন,
স্বপ্নগুলো আজ কেবল'ই কল্পনার দহন।
ক্ষুধার পাকস্থলী খামচে ছিঁড়ে দিনের আলো
অন্ধকারের দুঃশাসনে ম্লান জাতির আশার আলো
কম্পিত হাতে সাজাই কেবল'ই,ভাঙা স্বপ্নের ঘর
তবু নেকড়েরা আসে, ছিনিয়ে নেয় তেপান্তরের পর।
হাড়গিলে শিশুর আহাজারি তে কাঁদে,মায়ের শূন্য বুক
নির্ঘুম কাটে পিতার রজনী বুক করে ধুকপুক।
দিনের আলোয় জ্ঞানপাপী ছড়ায় কথার বাহার
মূলত আমাদের যাপিত জীবন নেকড়ে র আহার।