মানচিত্রের দিকে তাকাও
শুধুই চিৎকার হাহাকার
টেনে ছিঁড়ে খাওয়ার গল্প পাবে
আছে শকুনের শঙ্খনাদ ।

কারো পছন্দ অক্ষিতারা
কারো পছন্দ অধর।
কেউ খেতে চায় গন্ড ছিঁড়ে
কেউবা বক্ষোরুহ।

কেউ পেতে চায় দোআঁশ গন্ধ
সবুজ কেশের পাটি
কেউ খেতে চায় কুরে কুরে
জন্ম-জঠরের মাটি।

কেউবা ছড়ায় তন্ত্র মন্ত্র
শকুন চোখের আঁশ
মুটে মজুর আর মধ্যবিত্তের
বুকের দীর্ঘশ্বাস।