জলের বুকে পড়ে জল
জলের সাথে জল মিশে
হয়েছে অতল।
ঘর বাড়ি আর স্বপ্ন ভেসে
জলের সমতল।
বাঁধ ভাঙ্গে আকাশ ভাঙ্গে
ভাঙ্গে মানুষের মন,
ভেঙ্গে চুড়ে সব একাকার হয়ে
হয়েছে ভাগ্য বদল।
চিৎকারে চিৎকারে আকাশ ভারী
পড়েছে কান্নার রোল,
তবু যেন কিছু মানুষ শুয়োর
খায় অর্থ দোলনায় দোল।
অঘোরে ঘুমায় সুখের আবেশে
ভিজায় মখমল।
দানবের মতো অন্তর তাদের
গড়ে বাড়ি বহুতল।
হাজার মানুষের মৃত্যু দেখেও
অন্তর নাহি কাঁপে,
রাত গভীরে মহানন্দে
নেশার জল ঢালে।
কিছু মানুষ মোরা হয়েছি পশু
পশুর ও যে আছে ভয়,
এত মৃত্যু দেখেও মোদের
ভয় নাহি মনে লয়।