বৈশাখের ছোঁয়া লাগে না মনে
আসে না কলমে শব্দ,
ছোট্ট গোলাপের চিৎকার শুনিয়া
কণ্ঠ আজ অবরুদ্ধ।

বৈশাখী ঝড় পাঁজরে আমার
ভেঙে চুরে খানখান,
লাখো প্রাণের মৃত্যু দেখিয়া
হৃদয়ে রক্তবান।

বোমার আঘাতে থেমে যায় হঠাৎ
মুয়াজ্জিনের কন্ঠ,
ইহুদী শূকর ফিলিস্তিনি রক্তে
ভেজায় তাদের আকন্ঠ।

প্রাণে সহে না তাই, মাগি আল্লাহর কাছে -
হে, "আল ক্বাহার" তুমি গায়েবী ঝড় তোলো!
বাংলাদেশ নয় ফিলিস্তিন থেকে
ইহুদিদের মুছে ফেলো।