এখনই বেরিয়ে পড়বো রাস্তায়
আর চুপ থাকা নয়,
আর নয় চোখে ফেলা জল
আর নয় হাহাকার।
হ্যাঁ ; এখনই বেরিয়ে পড়বো।
এই রাতের গভীরে মৃত মানুষের ভিড়ে
হায়েনার রক্তচক্ষুকে উপেক্ষা করে
বেরিয়ে পড়তেই হবে আমাকে!
সকল ধরনের নৃশংসতা আর
গুলিকে উপেক্ষা করে কিম্বা
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে।
মুষ্টিবদ্ধ হাত!
চোখ থেকে ঠিকরে পড়া আগুন
আর আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা নিয়ে
বেরিয়ে পরবো রাস্তায়।
অনেক হয়েছে রক্ত স্নান
মৃত লাশের উপর জল্লাদের উল্লাস।
হৃদপিণ্ড খেয়ে খেয়ে বেঁচেছো অনেক
এবার শুনতে হবে রক্তকণিকার চিৎকার
চেয়ে দেখো;
অসংখ্য হাত তোমার দিকে এগিয়ে আসছে
অসংখ্য মৃত চোখ তোমার দিকে চেয়ে আছে
অসংখ্য শিশু অসংখ্য আবু সাঈদ
অসংখ্য মুগ্ধ তোমার দিকে আসছে!
হ্যাঁ ; ভালোভাবে দেখো ।
রক্তের অজস্র স্রোত তোমার দিকে বইছে
এই রক্ত তোমার চোখে মুখে পেটে গিয়ে
বীভৎস করে তুলবে।
এই রক্ত তোমার পাকস্থলীতে গিয়ে
এত তীব্র গন্ধ ছড়াবে যে,
তুমি বমি করতে করতে নিস্তেজ হয়ে যাবে।
বেরিয়ে আমাকে পড়তেই হবে!
যে শিশুটি গুলি খেয়ে ঢলে পড়েছে রাস্তায়
সেই শিশুটি আমায় ডাকছে।
যে রাস্তায় আমার ভাইয়ের রক্ত জমে আছে
সেই পিচ ঢালা পথ আমায় ডাকছে।
এবার নতুন দিনের আলো নিয়ে
ছুটতে হবে অবিরাম।
আর ঘরে ফেরা নয়
আর ঘুম নয়
অনেক হয়েছে জীবনের পান্ডুলিপি মুখস্ত
শকুনের কোটরে যাপিত জীবন।
এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সময় এসেছে
লম্বা করে শ্বাস নেয়ার সময় হয়েছে
রক্তবর্ণ চোখ আর ইস্পাতের মতো
শক্ত মুখে আমাদের বলতে হবে ;
এই মানচিত্র আমার!
এই মাটি আমার!
এই পতাকা আমার!
এই বাংলাদেশ আমার!
+++++++++++++++
০১/০৮/২৪
সময় - রাত ২:৩০মি.