হরহামেশাই হচ্ছে চুরি
যেদিক তাকাই দুচোখ মেলে
হচ্ছে মোদের ভাগ্য চুরি
দিন বদলের স্বপ্ন দিয়ে

হচ্ছে চুরি শিক্ষা সনদ
প্রশ্ন ফাঁসের ঘুষ তন্ত্রে
মেধার বিকাশ কারাবন্দি
লজ্জা হীনতার কোটা মন্ত্রে।

ব্যাংকের টাকা হচ্ছে হাওয়া
ঋণ খেলাপির বদৌলতে
উন্নয়নের পাঁচিল ঘেঁষে
চোর পালাচ্ছে খুব আয়েশে।

সেবার মন্ত্রেও যাচ্ছে চুরি
তেল গম আর আটা খেয়ে
স্বাধীনতা হচ্ছে চুরি
ক্ষমতার কূট কৌশল দিয়ে

হয়না কেবল মনটা চুরি
ভাসেনা কেউ প্রেমের জলে
প্রেম বলে নেই কিছু আর
মোবাইল নেটে সবই মেলে।

মানবতা হচ্ছে হাওয়া
পিশাচ রাজা বাজায় তুড়ি
বাড়ছে কেবল মুকুট পরা
ঘুষখোর দের পেটের ভূরি।

আমরা শালা বোকার হদ্দ
কেঁচো হয়ে বাঁচলে ই বাঁচি,
চোখ মুখ তোর বন্ধ থাকুক
গণতন্ত্র টা জারজ নাকি?