এখানে ময়ূরের পালক ছিঁড়ে খায়
কুৎসিত কাক
ডাইনীর জাদু মন্ত্রে কেবলই বিকৃত
জীবনের বাঁক।
এখানে কেবলই কিশোর বসন্তের
বীভৎস হানাহানি
দিনরাত শুধু রক্তজলে লিখে
প্রতিশোধের পদাবলী।
এখানে হিংস্র হাতির পায়ে র ধুলো তে
পাহাড় গড়ে ওঠে
ক্ষয়িষ্ণু স্বপ্নের ছেঁড়া সুতোয় জীবন
নতুন স্বপ্ন দেখে।
এখানে আঁধার তলে আলো রেখে শোনায়
অশুভ পেঁচা র ডাক
তবুও কিছু অনাহারী বাতাসে ভাসায়
মশাল মিছিলের হাঁক।
এখানে র সময় দিয়েছে ডাক
কোমরে গামছা বাঁধো
রাষ্ট্রের জমিতে দিতে হবে চাষ
কাঁধে তে লাঙল তোলো।