বিদ্রোহী কবি আপনি বলুন;
দ্রোহের কোন শব্দ টি আমি লিখবো?
কোন শব্দের প্রয়োগে আমি
বাংলার ছবি আঁকবো?
কোন ছবিটি আঁকলে মানুষ
ছুটে যাবে রাস্তায়
রাক্ষসী র দল ভেজাবে না কণ্ঠ
রক্তজলের তেষ্টায়।
কোন শব্দের প্রয়োগে আবার
জ্বলে ওঠা যায়
নিপীড়কের হৃদপিণ্ড ছিঁড়ে
স্বাধীনতা পাওয়া যায়।
কোন শব্দের আঘাতে হায়েনার
কণ্ঠ যাবে ছিঁড়ে
বাংলার মানুষ আবার পাবে
সাধের গণতন্ত্র ফিরে।
কোন শব্দের প্রয়োগে কবিতা
আগুন হয়ে যায়
দ্রোহের আগুনে নিপীড়কের দল
ভস্ম করা যায়।
কোন শব্দে লিখলে কবিতা
সোচ্চার হওয়া যাবে
হেঁচকা টানে জুলুমবাজ দের
ধমনী ছেঁড়া যাবে।
বাংলার আকাশে এখনো চলছে
শকুনের উল্লাস
লাশের উপরে নগ্ন নৃত্যে
কুকুরের উদ্ভাস।
আজও রাতের নিস্তব্ধতা ভাঙে
কুকুরের চিৎকার
বুলেটের শব্দ থামেনি আজও
থামেনি মা বোনের হাহাকার।
এখনো বাংলার পিচঢালা পথে
রক্ত জমাট বাঁধে
লাশের ভীরে অসহায় পিতা
সন্তানের মুখটি খোঁজে।
এখনো প্রজ্বলিত আগুন থামেনি
থামেনি, মায়ের বুক ফাটা চিৎকার
লাশের উপর বেড়েছে খুব
শুয়োরের উল্লাস।
আমার দেশের মানচিত্র আজও
শকুন খুলবে খায়
সোনার জমিনে কুকুরের দল
জিহ্বা লালা ঝরায়।
------------------------------
তারিখ ৩১/০৭/২০২৪ইং