আমরা পরাজিত সৈনিক।
ফুল ফোটাতে না পারায়
যাপন করছি দিন,
বেতস বন আর কংক্রিট পথে।
কন্টকের লাল চোখে ক্ষয়িত হচ্ছে
আমাদের স্বপ্ন ও শরীর।
তোমরা যারা ফুল ফোটাও বসন্তের নাভিমূলে
অবলীলায় প্রাচুর্যের নির্যাস মাখো
চিবুক আর মেদবহুল শরীরে,
বসন্ত তোমাদের'ই।
তোমরাই কৃষ্ণচূড়া সোনালু শিমুল
মুঠো মুঠো রোদ কুড়াবার তোমাদের 'ই আছে অধিকার।
কেবল আমাদের হৃদপিন্ডে চুইয়ে পড়ে
কুকুরের জিহবা নির্যাশ।