বানে ভাসা জীবন
------------------------
প্রানে আর সহে না খোদা
কমছে বুকের বল
বানে ভাসা জীবন দেখিয়া
চোখ করে ছলছল।
আকাশ থেকে ঝরছে বর্ষা
পাহাড় ঢলও নামছে
বিনা নোটিশে ভারত রাজা
ডুম্বুর বাঁধ খুলছে।
বানের জলে ভাসছে মানুষ
ঘরবাড়ি সব ডুবছে
ছোট্ট শিশুর করুণ চাহনি
বাঁচার আশা খুঁজছে।
গরু মহিষও ভাসছে দ্যাখো
চিৎকার করে কাঁদছে
আহাজারি র ঐ প্রতিটা আওয়াজ
বুকের পাঁজর ভাঙছে।
চারদিকে শুধু জল আর জল
ঠাঁই নেই কোথাও আর
অক্ষি জল ঝরে যাচ্ছে কোথা
কে খবর রাখে তার।
কত লাশ যে যাচ্ছে ভাসিয়া
কত পশুও মরছে
কত জনে দ্যাখো ঘরের চালায়
জীবনের দিন গুনছে।
যদি বন্ধু কাঁদে তব মন
তবে এস ভেদ ভুলি
বিপদের দিনে সবকিছু ভুলে
মানবিক হাতটা রাখি।