বনের পাখিরা বনে থাক
গাছের ফুল গাছে,
ভালোবাসতে পয়সা লাগে না
এই কথাটা বাজে।
সেদিন পয়সা ছিলোনা বলে,
বুক ফাঁটা হাহাকার পৌঁছেনি কারো কানে।
সেদিন পয়সা ছিলোনা বলে,
পয়সাওয়ালা চাচার কাছে
প্রথম চেয়েছিলেম দয়া।
তিনি দিলেন সৎ উপদেশ,
পড়তে লাগে অনেক টাকা!
তুই বেশ ভ্যান গাড়ি চালা।
সেদিন পয়সা ছিলোনা বলে,
পয়সাওয়ালা স্বজনেরা করেছে অবহেলা।
অনিদ্রায় অনাহারে দারে দারে ঠোকর খেয়ে
কাটিয়েছি সারা বেলা।
সেদিন পয়সা ছিলোনা বলে,
আঁখি জুড়া স্বপ্ন নিয়ে অপলক মেলেছিলেম
শ্যাম কন্যা নীলিমার পানে।
একযুগ যাকে রেখেছিলেম বুকে,
উষ্ণ বা স্নিগ্ধ তাপমাত্রা মেপে।
সেদিন পয়সা ছিলোনা বলে,
হস্ত গুটিয়ে নিরবে সহেছিলেম সব ঘাঁ।
মিষ্টি হেসে ঘোমটা টেনে
বিলিন হইলো আমার ভালোবাসা।
কে বলে ভাই ভালোবাসতে পয়সা লাগে না?
পয়সা ছাড়া ভালোবাসে শুধু আপন মা,
বাবা চারআনা।
পয়সা থাকিলে মানুষ,
না থাকিলে পশু
মিলিয়ে দেখো এই সমাজের
বাস্তব সবকিছু।