তুমি আছো তাই,
মধুরও লগ্নে ভাসি সুখের ভেলায়।
তুমি আছো তাই,
মন পাখি বসন্ত বিনে অচেনা সুরে সুর মিলাই।
তুমি আছো তাই,
হৃদয় পটে জমে থাকা অনুভূতিরা মেতেছে নানান বাহানায়।
তুমার স্পর্শ যদি পায়,
আমার সারা অঙ্গ যেন জ্ঞান শূন্যতার শিহরণে জড়াই।
তাই এতো ইস বিষ ছলচাতুরি
বুঝেও না বুঝার ভান ধরি,
তুমি বল্লে হই অবুঝ শুনলে হই জ্ঞানী।
তুমি আছো তাই,
মাঝ রাতের ঘুমভাঙা দুঃস্বপ্নগুলো আর নাই।
তুমি আছো তাই,
অর্থ ছাড়া কবিতা ছন্দে ছন্দে কথা কয়।
তুমি আছো তাই,
এতো স্বপ্ন এতো আশা লাগে সংক্ষিপ্ত এ ভবো সময়।
তোমাতে হারাই তোমাতেই পাই
আকুল হৃদয় মজেছে তোমার ব্যকুলতাই
তুমি আছো তাই।