চারদেয়ালের বদ্ধ ঘরের জানালা খুলে দেখি
বাহিরে রিমঝিম বৃষ্টি
মিছে দুহাত বাড়িয়ে অপেক্ষার প্রহর গুনেছি।
স্পর্শের বাহিরে থেকে দেখেছি
নীলিমা কোনে রং ছড়ানো হলি
দূর্পাহাড়ের চূড়াই অগ্নিগিরি
দেখেছি জ্যোৎস্না ভরা নিশিতে ঝলমলে তারার হাসি।
স্পর্শের বাহিরে থেকে দেখেছি
সাত আসমানে সেরা পরির ন্যয় মানবি।
কাল্পনিক শক্তি বাড়িয়ে
হৃদয় উজার করে হয়েছি তার প্রেমী।
স্পর্শের লালসাই গুটাইয়েছি হাত হতাশা আমি।
বুঝেছি কেও দিতে পারেনা সুখময় প্রশান্তি,
নিজে যদি হই অশান্তি বৈরী।
সুদর্শনকে করিলে গভীর উপলবদ্ধি,
স্পর্শের বাহিরেও পাওয়া যায় এক অজানা অনুভূতি।