স্বাধীনতা আমার জন্মগত অধিকার।
স্বাধীনতা আমার মায়ের সম্মান
বারবার জীবন দান
ধর্ষিতা বোনের চিৎকার।
স্বাধীনতা আমার
ত্রিশলক্ষ শহীদের রক্তে আগুনজ্বলা হুংকার।
ছেলেহারা মায়ের শূন্য বুকের হাহাকার।
স্বাধীমতা আমার চেতনাকে জাগ্রত করে বারবার,
জ্বলতে শেখো জ্বালাতে শেখো থামাতে শেখো ঝড়।
স্বাধীনতা
প্রখর রোদ্দুরে বটের ছায়াই গাঁ হেলিয়ে নাকডাকা।
কলশি ভরা জল নিয়ে
একদল কিশোরীদের মেঠোপথ ধরে হেঁটে যাওয়া।
স্বাধীনতা
শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুলের রংবাহারি মেলা।
সুনালী ধাঁনের ক্ষেতে ঘাসফড়িঙের খেলা।
স্বাধীনতা
ভাঙ্গা নায়ে পাল তুলে ভাটিয়ালী সুরে বৈঠা মারা।
স্বাধীনতা
খড়কুটা দিয়ে বোঁনা শালিক পাখির ছোট্ট বাসা।
স্বাধীনতা
মায়ের কোলজুড়ানো বাবুসোনার মুখে মধুর হাসিতে ভরা।
স্বাধীনতা মানে গণতন্ত্র সুশীলসমাজ ব্যবস্থাপনা।
স্বাধীনতা মানেই একজাতি এক প্রাণ একবাঁধনে বাঁধা।
স্বাধীনতা মানেই স্যামল মায়ের বুকে
উড়িয়ে লাল সবুজের পতাকা
সুরে সুর মিলিয়ে গাওয়া
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।