ঝরে পড়া ফুল কুড়িয়ে মালা গেঁথে
অপেক্ষার প্রহর গোনে
লক্ষি বোন তুলি।
জুঁই চামেলি আর রজনীগন্ধা ফুলের ঝাঁপা সাজিয়ে ঘুমহীন প্রিয়সখী।
না জানি, কত নিশি জেগে ফুলিয়েছে দুআঁখি।
তুলির তোঁতা পাখির মতো মধুর মধুর ভাষার দাবিতে
আজ রাজপথে নেমেছি।
সখীর কোমল হাতের লেখা চিঠির ভাষা
আর মিষ্টি রসালো কথার দাবিতে
আজ রাজপথে নেমেছি।
আজ বুলেটে ঝাঁঝরা হয়ে
বুকের তাজা রক্তে রাজপথ রাঙ্গাতে রাজি।
তবুও রাষ্ট্র ভাষা বাংলা চায় এটাই অঢেল দাবি।
আমি বঙ্গভূমি বঙ্গমায়ের কাছে জনম ঋণী।
তব চরণতলে লুটিয়ে শেষ নিঃশ্বাস ফেলে বলতে রাজি,
রাষ্ট্র ভাষা বাংলা চায় এটাই প্রাণের দাবি।