নিশীথ রাতে ঝরে-পড়া ফুল কুড়িয়ে
সাজায় মালা, গুনে প্রতীক্ষার প্রহর—
লক্ষ্মী বোন তুলি।
জুঁই, চামেলি, রজনীগন্ধার সুবাসে
ভরে তোলে ব্যথাতুর নিশ্বাস,
জাগে তার প্রিয়সখী—
না জানি, কত রাত নির্ঘুম কাটিয়ে
ভিজিয়েছে আঁখিপল্লব!

তুলির মধুর কণ্ঠে তোঁতা পাখির ভাষা,
তার কোমল হাতে লেখা চিঠির শব্দ—
এই সবই তো ভালোবাসার দাবী।
তাই আজ নেমেছি রাজপথে,
সেই মিষ্টি ভাষার স্বীকৃতির দাবিতে,
সখীর হৃদয়ের ভাষাকে রক্ষার শপথে।

আজ যদি বুলেট বুকে এসে বিঁধে,
তবু কুণ্ঠা নেই, ভয়ও নয়,
রক্তে রাঙাবো রাজপথ!
তবু চাই—
রাষ্ট্রভাষা হোক বাংলা,
এই প্রাণের একমাত্র দাবি।

আমি ঋণী বঙ্গমায়ের,
তাঁর চরণতলে নতশিরে বলি,
শেষ নিঃশ্বাসেও উচ্চারিত হোক—
বাংলা আমার ভাষা, বাংলা আমার প্রাণ!