একটি পাতার ছোঁয়ায় ভিন্নতা মেলে,
একটি ফুলের গন্ধেও আলাদা রঙ খেলে।
একই আকাশ, একই তারা,
তবু কি সব একসাথে মেলে ধরা?

একটি নদী, আরেকটি স্রোত,
একই জলে ভাসে না কখনো নৌকো ছোট।
একই গাছ, দুটি শাখা,
তবু কি মেলে তাদের রেখার রেখা?

গরুর গায়ে দাগের ছবি,
মানুষের লেখায় নিজস্ব রবি।
হাতে লেখা, কথার সুর,
একই ভাষায় ভিন্ন মধুর।

একটি কণ্ঠ, অন্যের চেয়ে,
ভিন্ন সুরে বাজে গেয়ে।
একটি মুখ, একই চেহারা,
তবু ভেতর আলাদা ধারা।

এভাবেই গড়ে তুলেছেন বিধাতা,
দুনিয়াজোড়া অপার বৈচিত্র্য ভাটা।
একই হলেও ভিন্ন সবে,
এই রহস্যেই পৃথিবী রবে!