বারবার ফিরে আসি বারবার ফিরে যায়
তবে এখানেই কি মোর পরাজয়?
না, এতো পিরিতের ভয়,
আজ নয় কাল নয় হয় যদি পরশু সন্ধাই
ভালোবাসা দিয়েই তাকে করব জয়।
লাল লিভস্টিক মাখা ঠোঁটের কোনে
এক চিমটি দুষ্টু হাসি।
মুখের বামপাশে চলে আসা একগোছা চুল সরিয়ে কিছুটা স্বস্তি।
হরিণটানা আঁখির পলকে পলকে জাগে শিহরণ
বহুখন আটকিয়ে রাখা দম ছেড়ে উদাসিনতা কাটাই মন।
হৃদয়ের শত জমে থাকা আবেগ
করব তোমার কাছেই উপস্থাপন
লাজলজ্জার বেড়াজাল ভেঙে করব আর্তসমাপন।
লাল সূর্য ডোবা পড়ন্ত বিকালে
লেকের পাড়ে রবো দুজন দুজনাতে মিশে।
কিম্বা নদীর পাড়ে সাদা কাশের বনে
খেলব লুকোচুরি ঐ হিমেল পবনে।
তুমি পাসে আসবে যখন
রেখে মনে মন নয়নে নয়ন
হব আপনার চেয়েও আপন।