সত্যি বলছি, আমি প্রেমে পড়িনি,
প্রেমই এসে ধরেছে আমায়।
চাইলেও চোখ ফেরাতে পারিনি,
তোমার রূপের আলোয় যে ঘোর লেগে যায়!
আমি ভাবতে চাইনি তোমাকে একটুও,
তবুও অজানায় ভাবনা জাগে,
অচেনা হাওয়ায় নাম লিখে রাখি,
তোমার ছোঁয়ায় মন যে জাগে।
আমি ছুঁতে চাইনি তোমার হাত,
তবুও ছুঁয়ে গেছি অজান্তে,
তোমার স্পর্শে হারিয়ে গেছি,
শুধুই তোমার মায়ার ফাঁদে।
তাই বলে ভেবো না, আমি পাগল!
তবে পাগল ঠিকই—তোমার প্রেমে।
তোমার হাসিতে বাঁধা পড়েছি,
স্বপ্ন গড়েছি তোমারই চোখে।
কী নাম দেবো এই আবেগকে?
বলো, ভালোবাসা কি এতই সহজ?
যদি হয়, তবে কেন থামতে পারি না?
তোমার নামেই মন কেন বাজে?
সত্যি বলছি, আমি প্রেমে পড়িনি,
প্রেমই এসে ধরেছে আমায়।
চাইলেও মুখ ফেরাতে পারিনি,
তোমার দিঘল কালো কেশ যে দোল খেলে যায়!
নাম না জানা এই আবেগ আমার,
ভালোবাসা, নাকি মোহের খেলা?
তবে জানি, হারিয়ে গেছি আমি,
তোমার প্রেমে একলা পথিকের মেলা।