আজ সমাজটা রসাতলে।
দেশ ছুটছে রাজনীতির তালে
আর মানুষ দৌড়াই সার্থে।
এখানে এক বিন্দু বিদ্ধ বাতাসের অপেক্ষায়
প্রহর গুনতে হয়।
সৎ ইচ্ছার বিরুদ্ধে অবুঝ মন
বিবেকের উপর ধারা জারি দেয়।
হয়ে যায় ভাবনারা বড় অসহায়।
স্বস্তির শ্বাস ফেলে সেই যে কবে বলেছিলাম জয়,
জয় বাংলার জয়,
সেটা ঠিক মনে নায়।
এটা ভাবতেই দমটা আঁটকিয়ে যায়।
পাল্লা দিয়ে কুড়াই যশ
করি ইচ্ছা মত ভোগ বিলাস।
তবে ইচ্ছার বিরুদ্ধে চলা
এ যেন বেঁচে থেকেও মরা লাশ।
মানুষের মাঝে নায় সেই রুপ রস,
আছে লড়াই বেড়েছে গ্রাসকরণের অভ্যাস।
সর্ব সভাবটা বড়ই কর্কশ।
ইশ্বৎময় জীবনের ব্যক্ত প্রকাশ
এটাও এক রিক্ত অভিলাষ।