একুশ এলো, গৌরব মাখা, রাঙা রক্তের চিহ্ন লেখা,
বুকের মাঝে অগ্নিশিখা, ভাষার তরে প্রাণ যে রেখা।
যদি না হতো সেই সংগ্রাম, যদি না আসতো একুশ ধরা,
হারিয়ে যেতো মায়ের ভাষা, পরভাষায় হতাম সরা।
নদীর স্রোতে, শিশুর হাসিতে, কোকিল ডাকে, বাউল গানে,
বাংলা ভাষা রয়ে গেছে চিরকাল, হৃদয় জুড়ে প্রাণের টানে।
শুনি না তবে একতারার সুর, বীণার ঝংকার মিষ্টি মধুর,
মেঘের কোলে গানের দোলা, বাংলার বুকে উঠতো না সুর।
শুধু নয় এক দিন, এক মাস— বাংলা রইবে চির-উজ্জ্বল,
রক্তঝরা সেই ইতিহাস, গেয়ে যাবে যুগে যুগে জল।
শ্রদ্ধা তোমায়, বীর সেনানী, দিলে আমাদের মুখের ভাষা,
তোমার ত্যাগে গড়ে উঠেছে, এই দেশমাতার অমর আশ্বাসা।
একুশ মানে হার না মানা, একুশ মানে প্রাণের জয়,
বাংলা মায়ের মধুর ভাষায়, গেয়ে যাবো চির-অমর স্রোত বয়ে।
অমর হোক বাংলা ভাষা, অমর হোক এই ইতিহাস,
একুশ আমার অহংকার, একুশ আমার প্রাণের আশ।