অনেক কিছুই বুঝি
তোমার না বলা কথা।
সব হজম করি
অসহ্য যত ব্যথা।
ভেবনা অসহায় আমি
তোমার মুঠোয় ভরা।
সুখের আসায় মুখ খুলিনী
হয়নি কভু কড়া।
রাগতে-তো আমিও পারি
লাভ কি বলো তাতে?
এক নিমিষেই ভাঙ্গবে হাঁড়ি
জনবহুল এই পথে।
দুটি জীবন হবে শেষ
ছোট্ট একটি ভুলে।
হইতো পাবে দীর্ঘ রেশ
তবে শান্তি যাবে চলে।
বিনাদোষে করে অপরাধী
তোমার বিবেকের কাঠগড়ায়।
দিয়েছো কঠোর শাস্তি
অজান্তেই খামখেয়ালীপনায়।
ভেবেছিলাম কোন একদিন ফিরবে তুমি
দেখাবে আশার আলো।
জ্যোৎস্না ভরা নিশিতে তুমি
হটাবে মনের কালো।
ভাবনা গুলো আজো হয়নি শেষ
তোমার পথো চেয়ে।
ইচ্ছা হলেই ফিরো বেশ
বড্ড অভিমানী মেয়ে।