পঙ্চেন্দ্রিয় ছাড়া ভালোবাসা,
নাই খাদ্য জমাট রাখার থলি।
তাই অর্থ সম্পদ খ্যাতি দিয়ে ভালোবাসা হয় না,
যাহা হয় সেটা নিতান্তই লোভে নয়তো জিম্মি।

তোমরা যে বলো,
ভালোবাসার রঙ্গে রঙ্গিন হবো!
ভালোবাসার গন্ধে হবো সারা।
আমি ঘুরে দেখেছি,
ভালোবাসার এ প্রান্ত থেকে ঐ প্রান্ত,
তার নিজস্ব বলতে কিছুই নাই,
যা আছে সব ধার করা।

ভালোবাসা যখন যে ফুলে স্পর্শে যায়,
তার সৌরভে সুরভী হয়।
যখন যে রঙ্গের সঙ্গ পায়,
সেই রঙ্গেই রঙিন হয়।

চান্দ্র যেমন সূর্যের আলোয় আলোকিত,
পৃথিবীর আকর্ষিক বলে নিয়ন্ত্রিত।
ভালোবাসাটাও চাঁদের মতো,
উপভোগ করতে পারলেই অমূল্য।

ভালোবাসা আদরের মোড়ক,
যত্নের পালক চায়।
ইষত মনে অহংকার খোরাক,
ভালোবাসা জন্ম হবার নয়।