এই গ্রাম এই পাড়া এই আমাদের বাড়ি
এই ঘরেতে থাকতো সেই ছোট্ট মায়াপরি।
দিঘল কালো কেশ আর হরিণটানা আঁখি
দুধে আলতা অঙ্গ তাহার রুপ যে আহামরি।
যেমন তার রাগ তেমন অভিমানী
চনচল করে আবদার তুলনার বেশি।
আম খাব না জাম খাব
জলপাই আর কামরাঙা টক বেশি।
ঝাল দিয়ে খাব বরই বাটা
নুন দিয়ে খাব আমলকী।
ফুল কুড়িয়ে মালা দিব
কৃষ্ণচূড়ার কড়ি নিব
শাপলা তুলবে নাকি?
এদিক ওদিক ভুলিয়া দিক
হয় সুতো কাটা ঘুড়ি।
আলতা স্নো চিরনি
হাতে দিয়ে লাল চুরি
লাল শাড়িতে ঘোমটা দিয়ে
হয় লাজে রাঙ্গা টুকটুকি।
আজ সব হয়েছে স্মৃতি।
বুঝিনা নিশি প্রহর কিম্বা রোদেলা দুপুর
এখনো হৃদয় মাঝে বেজে উঠে সেই সুর
মায়াপরির কোমল পায়ের একজোড়া নূপুর।