ঠাকুর ঠাকুর বলে যার চরণে প্রণাম করি।
খুব কষ্ট লাগে,
সেই ঠাকুর যখন জাত তুলে দেয় গালি।
ভাইয়ে ভাইয়ে দন্দ বাধে মিলও হয় জানি।
খুব কষ্ট লাগে,
প্রতিবেশীর কু-কথায়
আপন ভাই যখন গলাই ধরে ছুরি।
কষ্ট লাগবেই তো
লাগারিতো কথা।
যার জন্য কাদি বসে
সেই দরদী দেয় ব্যাথা।
আপন জন আর থাকেনা আপন
যদি সার্থে লাগে ঘাঁ।
সুখের আসায় করতে পারে সবি
যাহা কল্পনাও করিনা।
মানুষ রুপি দেখছি যা
মানুষ সবাই না।
মানুষ রুপের হায়েনাগুলোই
ভরে গেছে দুনিয়া।
হায়রে সাধের দুনিয়ায়
আমি বড় কানা।
মানব হয়ে জন্ম নিয়েও
এই মানুষ চিনলাম না।