আমার রক্ত মাংস হাড়
আমার দেহ কলিজা অন্তর
মাগো, এতো তোমারি দেওয়া উপহার।
ভক্তি শ্রাদ্ধ সম্মান,
সবার উপর তুমি আর তুমার অধিকার
তুমি মা, মা জননী আমার।
দশ মাস গর্ভ রেখে শত ব্যথাসহে
কত যন্ত্রণায় আর্তনাদ করে
দন্তে ঠোট কেটে
দুনয়নে ঝরনা বসিয়ে ধরণী দিলে উপহার।
তুমি মা, মা জননী আমার।
ডান বাম করে একোল থেকে ওকোলে
কখনো বুকে জড়িয়ে রেখেছো মোরে।
তোমার শাড়ির আঁচলে মুড়ে
রেখেছো দুহাতের উপর।
তুমি মা, মা জননী আমার।
দিলে বুদ্ধি বিদ্যা সুপথের দীক্ষা
মনের ভাব প্রকাশের জন্য সঠিক ভাষা।
দিলে শত্রুর সাথে যুদ্ধ করার উত্তম হাতিয়ার
ধরণীর বুকে স্রষ্টাতত্ত্ব গর্ব কিম্বা অধিকার।
তুমি মা, মা জননী আমার।