নাই ছন্দ নাই অর্থ
নামকরণেও যা তা।
আমি ধন্য হয়েছি বরেণ্য
লিখেছি জঘন্য বলি কবিতা।
কত ছড়া,গল্প লিখে
ডায়েরি করেছি শেষ।
কত কলম ভেঙ্গে
নেয়নি এই অধ্যায়ে রেষ।
আমি কবি বটে
পায়না পাঠক খুজে
সাহিত্যে পড়লো একি বাজ?
বিঙ্গাপন দিয়েছি মোড়ে মোড়ে
প্রচার করেছি মাইকিং করে
গুটিকখানি বই প্রকাশিত হয়েছে আজ।
এমন মানুষ এখনো আছে
গতমাসের পত্রিকায় চোখ বুলিয়ে হাসে
যাদের নায় কোন কাজ।
কবিতা এখন অনলাইনে
না পড়িয়া কমেন্ট করে
প্রশংসার সেকি ধাঁজ।