নির্বাক হয়ে দেখেছি চেয়ে শান্তিরো মোহনায়,
দেওনি ধরা করোনি মিমাংসা স্ব-ইচ্ছায়।
আজ ঘর ছেড়েছি জয়ে আশায় কবর দিয়েছি ভয়,
বুকে জ্বলে তুসের আগুন যাহা বাতাসে জমকায়।
হে জয়,
কতটা রক্ত সম্মান বিসর্জন দিলে তোমাকে পাওয়া যায়?
কতটা ত্যাগের মহিমাময় তোমার হৃদয় ছোয়া যায়?
আর কতো আশ্রু আর কতো লাশ চাই?
আমরাওতো মানুষ আশরাফুল মাকলুকাত
বিধাতার দুনিয়ায়।
হে জয়,
তোমাকে কেনো ছিনিয়ে নিতে হয়?
দুর্বলকে সরিয়ে সবলের কাছে কেনো চাও আশ্রয়?
যদি কাটা ভেঙ্গে গোলাপ ছুঁতে হয়
যদি কাটা বেছে ইলিশের সাদ পেতে হয়।
তবে আমরাও বীর বাঙ্গালী
হতে পারি হিংস্র বাঘের ন্যায়,
এতোটা সহজে মেনে নিবোনা পরাজয়।