দেখো একদল তরুণেরা রাজপথে
পাগলে মতো ঘুরছে।
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
অধিকারের কথা বলছে।
দেখো একদল তরুণেরা মশাল জ্বেলে
আলোর মিছিল করে।
দেখো একদল তরুণেরা নিয়ম মেনে
শৃঙ্খল যায় বুনে।
সাদা কালো রঙিন পোস্টারে
জনতার দাবি নিয়ে চিৎকার করে বলছে,
অধিকার চাই অধিকার।
ছাত্র যুব প্রবসী অধিকার
কৃষক শ্রমিক নাগরিক অধিকার,
যে অধিকার ছিনিয়ে নিয়েছে
অবৈধ ক্ষমতা সীন সরকার।
দেখো একদল তরুণেরা হাল ধরেছে
আগাছা ভরা মাঠে।
সোনার ফসল উঠবে ঘরে
যদি দাঁড়াও তাদের পাশে।
দেখো একদল তরুণেরা দূর গগনে
সূর্য হয়ে জ্বলছে।
ঘুচে যাবে সব আঁধার কালো
তাদের তীব্র আলোর রশ্মিতে।
দেখো একদল তরুণেরা ডাক দিয়েছে
জাগো বাঙ্গালী জাগো।
হায়েনার দল ওত পেতে খায়
রক্তের দাগ মাখো।
দেখো একদল তরুণের বজ্র কণ্ঠে ভাসে
স্বাধীনতার হুংকার।
আগ্রাসনের বিরুদ্ধে রুখেছে
দালালরা সব হুশিয়ার।