এই নদীতে যত জল আছে
তার চেয়েও বেশি ভালোবাসি
               আমি তোমাকে,
ঐ আকশে যত তারা আছে
তার চেয়েও বেশি ভালোবাসি
              আমি তোমাকে;
তুমি এই হাতে হাত রেখে
কথা দাও যাবেনা দূরে
জীবনে মরণে রবো একি সাথে।।

দিবা নিশি ক্ষনে ক্ষনে
তোর পিপাসায় হৃদয় ফাঁটে
               বুকেরি মাঝে;
তুমি আমার ছায়া হয়ে
থাকো গো আমারি সাথে,
যেও না যেওনা তুমি আমাকে ছেড়ে।।

শয়নে কিম্বা স্বপনে
দেখি আমি সুধু তোমাকে
               এই দুনয়নে;
তুমি আমার নিঃস্বাস হয়ে
থাকো আমার দমে দমে
যেওনা যেওনা তুমি যেওনা চলে।।