ঘামে দুর্গন্ধ ছুটে যাওয়া জামা
কাঁচার টাইম নাই তাই সেন্ট মেরে যাওয়া,
ছয় মাসেই ক্ষয় হয়ে যায়
আমার সখের পাদুকা ;
মেডিকেল ব্যাগ হাতে
ছুটে চলি ঝড়ের বেগে
মাথাই চাপানো থাকে টার্গেটের বোঝা।
এটা মার্কেটিং জবরে দাদা,
যতটা সহজ বলে মনে হয়
আসলে ততোটা সহজ না।।
উপর থেকে চলে বসেদের চাপাচাপি
মার্কেটে এসে শুনি পার্টিদের ঝাড়ি,
চারিদিকে ঘিরে আছে বিপরীত কোম্পানি
চারকিতো নয় যেনো যুদ্ধে নেমেছি;
গাঁধার মত খেটে বলদের মত সহে
ঘুরিয়ে যায় এই জীবনের চাকা।।
মাস শেষে বেতনটা তাও যদি পাওয়া যায় সোজা,
ভুলে থাকা যায় সব হাড় ভাঙ্গা কষ্টের কথা;
স্বপ্নটা থাকে চোখে ঘুমটা যায় ছুটে
মনের আড়ালে থাকে ফুর্তি মজা।।