বউয়ের কথায় উঠি বসি শশুর বাড়ি খায়
লোকে আমায় নিন্দা করে বলে ঘরজামাই।।
লোকের কথাই কি আসে যায়
আমি কি লোকের বাড়ি খায়?
আমার শশুরবাড়ির সবাই ভালো
সুধু ছোট শালিটা জ্বালাই,
কথাই কথাই বায়না ধরে
পকেট খালি করে দেয়;
আমি বউ থেকে টাকা ঝেড়ে
তার বোনের সখ মিটাই।।
আমার সালাটা একটু ত্যাড়া ব্যাকা
তার বাবারি মতন,
মাঝে মাঝে ঝাড়ি দিলে
আমার শাশুড়ি আম্মা করে বারণ;
আমার শুমুন্দির বউ বড় ভালো
বলে একটা পেয়েছি নুন্দাই।।
শার্টের দুইটা বোতাম খুলে
দেহে বাতাস লাগাই আর খায়,
আমায় দেখে হিনসা করে
আমার বড় ভাইরা ভাই;
ঘরজামাই থাকাটাও বড় আর্টের বিষয়
এটা কি সবার দারা হয়?।।