দূর থেকে চাঁদটা লাগে যে মায়াবী,
কাছে গেলে দেখো, কালো দাগও আছে তাতে।
রূপের মোহে ভুলে যেও না কখনো,
সব আলোয় সুখের ছবি আঁকা থাকে?
নদীটা বয়ে চলে ছন্দে ছন্দে,
নীল জলে খেলে রোদ্দুরের গান।
পা ডুবিয়ে দেখো, তলদেশ কেমন,
নরম কাদায় ডুবে যায় প্রাণ!
সব কথা সবার মুখে মানায় না,
সব স্বপ্ন সবার কাছে ধরা দেয় না।
চাওয়ার আগে ভাবো একবার,
পেলে রাখার শক্তি আছে তো তোমার?
সোনার খাঁচায় পাখি থাকলেও,
মন তার উড়ে যেতে চায়।
মায়ার জালে আটকে পড়লে,
স্বপ্নও হারিয়ে যায়!
তাই দূর থেকে যে মোহময়,
তার ভেতরে লুকানো কত ব্যথা!
কাছে গেলে বুঝবে হঠাৎ,
রূপের আড়ালে ছিল মায়ার ফাঁদ।