কেনো এতো উতালা মন,
কেনো এতো বেহায়া?
যাদের জন্য এতো ব্যথা,
তারাইতো বুঝলনা!
বুঝলনা তোর মনের কথা।
বুঝলনা তোর প্রেম কাহিনী,
সাজিয়ে সাজিয়ে লেখা।
আধার কেঁটে জ্যোৎস্না বুনে
জ্বোঁনাক হতে প্রদিপ টুকে
খুঁজলি রাতের ধারা।
পথে পথে পথিক হয়ে
কুড়িয়ে পথের মায়া।
সেই পথে তোর কাঁটলো জীবন
পায়লিনা পূর্ণতা।
কেনো এতো আনমনা মন,
কিসের এতো কল্পনা?
এই সমাজে বয়ছে হাওয়া
মিশে সেথাই সার্থতা।
ওরা তৈরি করে সাহিত্য
অন্যের মন গড়া।
চারিদিকে চলতে খেলা
অর্থ যেন তার চাকা।
এ যেন সার্থ বনাম অর্থের নিলা।
নিলাম উঠেছে সাহিত্য,
যার বাজার বড় কড়া।
আজ তুই যতই রঙ্গে রঙ্গিল হবি
সব হবে রংচটা।
তুই ব্যর্থ কবি ব্যর্থ তোর লেখা।