আমি তো তোমার মুখের ভাষা,
তোমার মায়ের দেওয়া উপহার,
তবু কেন আমি অবহেলিত?
কেন লাগে বিদেশি ভাষার ভার?
আমার বুকে কবির বাণী,
গাঁথা আছে সোনার শিখরে,
সেই ভাষাকে করছ ভুলে,
পরের ভাষায় গদ্য লিখে!
শুদ্ধ ভাষায় বললে যদি
হাসাহাসি করে সবাই,
তবে কি রক্ত ঝরিয়েছিল
সেই একুশের তাজা ভাই?
যে ভাষার জন্য প্রাণ দিলি,
সেই ভাষাকে করিস হেলা?
বিদেশি শব্দ সাজিয়ে মুখে,
নিজের ভাষা ভুলিস ভেলা!
তাই বলি, ফিরে আয় এবার,
বুকের মাঝে আমায় রাখ,
বাংলা ভাষার প্রাণ জাগাতে
চেতনার সে প্রদীপ ঢাক।
আমার বুকে ইতিহাস লেখা,
আমার বুকে আছে প্রাণ,
আমার বুকে জাতির গৌরব,
আমিই বাংলা, আমি গান।
পৃথিবীর বুকে উচ্চ স্বরে
শোনাও আমার আপন নাম,
আমি হবো বিশ্বদরবারে
গৌরবময় সম্মানের ধাম।
বিকৃতিতে নয়, চর্চায় আমার
সৌন্দর্য করো নতুন রূপ,
আমায় রেখো হৃদয় জুড়ে,
আমি হবো জাতির সুপ্ত সূর্যরূপ।