গরীব ফকির বলে তোমরা যারা
নিম্ন আয়ের মানুষকে কর অবহেলা।
ভুলে যেওনা হে মনিবেরা,
মাটিতে খুটি না থাকিলে
উপরে ওঠে না চালা।
দুধ থেকে ছানাকেটে
ঘোল ছুড়ে দাও মুখে।
তাও যদি ভাই, ছিনিয়ে নেয়
হায়েনার দল জুটে।
ওরে লাখপতি কোটিপতি
ধনদৌলত ওয়ালা!
এ মাটি সমানভাবে ভাগ করিলে
আমিও তার একটি ভাগীওয়ালা।
সেদিন যুদ্ধের মাঠে অস্ত্র হাতে
লড়েছিল আমারি বাবা কাকা।
ওরা মুখের কথায় দেশ ছাড়ে নায়
গায়ের জোরেই ছিনিয়ে নেয়
আজকের স্বাধীনতা।
শিয়াল থেকে বাঁচার আশায়
কুমিরের কাছে খুঁজি মুরগির ঠাই,
মোদের বুক ভরা চেতনা।
যে পায় সেই মেরে যায়
পারলে কাঁটা ঘাঁ -য়ে লবণ ছিটায়,
ওরা বাঙ্গালী চেনেনা।
ওরে কৃষক শ্রমিক দিনমজুর
ভিটামাটিহীন বাঙালিরা।
আর কতো গায়ে খেটে
ভরবি সব বুনোহস্তির পেটে
সময় থাকতে ঘুরে দাড়া।
ওরা শ্রমিকে মাথায় কাঁঠাল ভেঙে খায়
মজুরি হিসাবে দেয় আটি।
ওদের সার্থে লাগলে করে দেয় ছাটায়
যেন ব্রিটিশ শাষকদের ঘাটি।,,,সংক্ষিপ্ত