গরিব বলে অবহেলা করেন,
তবে ছোটলোক বলে ধিক্কার দিবেন না।
আমরা কর্ম করে খায় সাহায্য চেয়ে না।
নীতি বাক্য মিষ্টি কথা এখন তাদের মুখেই ভরা,
যাদের আছে মেরে খাওয়ার ধান্দা।
টেবিলের নিচ দিয়ে নেন ঘুষ উপর দিয়ে নেন চাঁদা।
গরিবের হক মেরে হয়েছেন বড় নেতা।
আবার জনসমক্ষে এসে মঞ্চ ভাঙ্গা যত লম্বা চড়া কথা।
আমরা যারা কামার কুমার মিস্ত্রি কিম্বা চাষা,
কান থাকিতেও কালা চোখ থাকিতেও কানা।
কেও সিংহাসন পেয়ে দেখাই নিজ ক্ষমতা।
কেও সিংহাসন পেতে চালাই হরতাল ভাংচুর যতো প্রতিহিংসা।
ভুক্তভোগী আমার তোমার মতো সাধারণ জনতা।
ক্ষমতাই বসে বলে এদেশ রাজনীতিক নেতাদের নিজ হাতে গড়া।
ক্ষমতা ফোঁসকে গেলে বলে মেরে খায় সব ওরা।
জনগণের বন্ধু পুলিশ দিবেন সর্বজনীন নিরাপত্তা।
আজ তাদের জ্বালাই অস্থির জনতা
নিরাপত্তার মুখে কাঁদা।
নেতাদের দেয় পাহারা আর আমরা হলাম ক্ষেপা কুত্তা
দেখা হলেই দেয় তাড়া।
আমারা যারা কামার কুমার মিস্ত্রি কিম্বা চাষা,
কান থাকিতেও কালা চোখ থাকিতেও কানা,,সংক্ষিপ্ত।