ঘরের উত্তর পাশের জানালা খুলে,
উত্তর আকাশ পানে দেখি।
উত্তর আকাশের তারা গুলো বড্ড অভিমানী।
উত্তর আকাশে মেঘ এলে,
হয়-না খুব বেশি স্থায়ী।
না দেখিয়ে ভয়
অঝোরে ঝড়ে যায়
করে উর্বর এই ভূমি।
বাড়ির উত্তর পাশে
পছন্দের শিমুল বকুল,
উত্তর পাশেই নদী।
উত্তরে হাওয়ায় উড়ে কাশ বনের ফুল,
দু-হাত বাড়াইয়া ছুঁয়ে-দি।
আমি উত্তর প্রেমি,
মেঘ যদি কালো হয়
বৃষ্টি কেন সাদা?
মাতৃগর্ভে যদি মানুষের জন্ম হয়,
তবে পৃথিবীটা কেন জাতি বর্ণে বাঁধা?
আমি উত্তর প্রেমি উত্তর খুঁজি,
কোথায় আমার মূল ঠিকানা?
এই আছি এই নাই যা বুঝি,
আমার বলতে কিছু দেখি না।,,সংক্ষিপ্ত