আমরা যাকে আঁধার বলি,
চারিদিকে দেখি কালো ঝাঁপসা।
আসলে আঁধার বলে কিছু নাই,
পৃথিবীতে মানুষ জন্মগত কানা।
আলোর সাহায্য ছাড়া দেখিনা কিছু,
আলোয় জীবন গড়া।
আলোকিত হই পুলকিত রই,
গড়ি আলোকময় মনস্তত্ত্ব ধারা।
ভিতর বাহিরে
মন থেকে মনি কোটায়,
যদি না জ্বালায় আলো
পৃথিবীটা লাগবে কালো
কাঁটবে সময় বড় হতাশায়।
রবির আলো ধার করে চন্দ্র হাসে,
সে ধারের জ্যোৎস্না লাগে মানুষের গায়।
সবাই বলে চাঁদের আলো,
ভুলে থাকে পিছে থাকা সব সংশয়।
আঁধার দেখে নিজেকে গুটিয়ে রাখি,
এই জড়তায় যত অজানা ভয়।
এসো নবীন আলোর মিছিলে
উদীয়মান সূর্য হয়ে ধরণী সাজায়।