আজি বসন্ত মেলা
লাল সূর্য ডোবা পরন্ত বেলা
এমাঠের প্রান্তে দাড়েয়ে কুড়িয়ে নিলাম শত মৌনতা
কুড়িয়ে নিলাম বঙ্গ বুকে লুটিয়ে পড়া ফালগুনে মুগ্ধতা।
ফুটেছে জুই চামেলি শিউলি আর দোলনচাঁপা
আম পেয়ারা লিচু ফুলে বহে যাওয়া
ঝিরঝির সমিরের স্পর্শতা জানিয়ে দেয়
আজি বসন্ত মেলা।
দিগন্ত জোড়া নিলিমার এক কোনে বসেছে রংধনুর মেলা
যেন দক্ষ চিত্রশিল্পীর রং তুলিতে আঁকা খামখেয়ালিপনা।
আজি বসন্ত মেলা।
কোন সে গাছের ডালে বউ কথা কউ পাখি ডাকে
কোকিলের কুহু ডাকে আকুল হৃদয় ব্যাকুল টানে
পেখম মেলে ময়ূর নাঁচে চলে তাল তমালের খেলা
আজি বসন্ত মেলা।
শান্ত নদীর মাঝি,
পাল উড়াইয়া গেয়ে চলে
প্রাণের গান ভাটিয়ালি।
দুকূলে সাদা কাশফুলের মুখে কতশত হাসি।
একপাল গরু ছেড়ে
বাবলা গাছের গোড়াই বসে
রাখাল বাজাই বাঁশরি।
কোথা থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি
এরা নাম না জানা অতিথি
বসন্ত কাটিয়ে হয়তোবা ফিরবে আপন বাড়ি।
অঙ্গে জড়িয়ে শাড়ী
লাল ফিতাই বাঁধা চুলের দুইটা করে বেণী।
বাম কাকে কলশি
নগ্ন পায়ে আঁকাবাঁকা মেঠো পথে
হেঁটে চলে একদল কিশোরী
সবার কচি কচি মুখে বসন্তোৎসব হাসি,,,সংক্ষিপ্ত