এসো এসো নবীন যাত্রী
দুর করব কালো রাত্রি
ঘোঁচাবো সব আঁধার,
নয় পরাজয় লক্ষ্যে জয়
নতুন সূর্যের হবেই উদয়
অবসান হবে বাধার।
আজ বুক ফুলে হাত তুলে
বলি বারংবার,
বাংলা ভাষা আমার ভাষা
আমার অহংকার।
দম্ভমান স্তম্ভ মোরা
কালবৈশাখী ঝড়,
চূর্ণ করে পূর্ণ করব
শত্রু সেনার ধর।
ওরা বানের সামনে দাঁড়াবে ক্যামনে
এমন সাধ্য কার
বাংলা আমার মায়ের ভাষা
আমার অহংকার।
জ্বলনশীল অনল মোরা
শহীদের হাতের মশাল,
দেশদ্রোহীদের হারাব ফের
ধরব দেশের হাল।
ওরা অনলের সামনে দাঁড়াবে ক্যামনে
পুরে হবে ছারখার
বাংলা ভাষা আমার ভাষা
আমার অহংকার।