নদীর দু'ধারে কাশফুল
নদীতে ডিঙ্গি নাও,
সেই নায়েতে ছোট্ট খুকি
খালি ছিল গাও।
শুধুমাত্র পেটের দায়ে
আজ সে ঐ নায়ে,
অসুস্থ তার মা,
বাবা নেই পরিবারে
বড়ই কষ্ট আহারে
তাই সে করেনি না।
বৈকাল হলে সবাই খেলে
সে থাকে ঐ জলে
সাঁঝের ও আগে,
মায়েরও তো চিন্তা হয়
সারাক্ষণ হায় হায়
তারও তো ইচ্ছা জাগে।
মা বলে বড় হয়ে
যাবি স্বামীর ঘড়ে,
মেয়ে বলে আমি মা
যাবোনা তোমায় ছেড়ে।