একটু খানি চালের গুঁড়ায়
অল্প জল দিয়া
খুব যতনে মিশায়া,
ছোট্ট একটি বাটি ভরে
বাইরে এলো নিয়া।
পাট ক্ষেতের পাটের তুলি
পঞ্চ আঙ্গুলে রেখে,
মনে আসা সকল ভাষা
উঠানে যাচ্ছে এঁকে।
বর-কনের ছবি এঁকেছিল
এতই সুন্দর দেখতে,
দঃখের বিষয় পারছিলনা সে
গাভীর ছবি আঁকতে।
মুখে মধূর হাসি থাকে
অল্প কিছু পেয়ে,
মধুর মধুর আল্পনা এঁকেছে
এই পৌষের পৌষী মেয়ে।