হে দেবতা হে ভগবান
বোঝনা কি আমার কষ্ট?
শুনি যে যেটুক'ই পারে
যাহা অর্পে তোমারে
তাতে'ই তুমি সন্তুষ্ট।
আমিও পেরেছি যা দিয়েছি তা
তবে আমায় কেন করলে পথভ্রষ্ট?
সবকিছু হয় তোমার ইশারায়
যা করাবে করবে তাই
এসে এই ধরায়।
ভুল করালে ভুল করবে
ঠিক করালে শুদ্ধ,
আমায় অস্ত্র দিয়ে কেরে নিয়ে
করতে বললে যুদ্ধ।
সকালে এসে যাবি প্রাঃতে
বলছে লেখা তোমার হাতে
আমার অদৃষ্ট
তবে কেন,,,,,,,,পথভ্রষ্ট।
তাই স্বজন বান্ধব ভাই
তোমার আমার কিছুই করার নাই,
ভবে এসেছি মিছা'ই,
গাছ লাগিয়ে যত্ন কর
যতই খাটো দিনভর
ফল না দিলে ফল না মিলে
না যদি চান ঈশ্বর।
যা লিখিবে তাই হবে
অক্ষর অক্ষর ঠিকই রবে
হবি মায়ের গর্বে ভূমিষ্ট।
তবে কেন,,,,,,,পথভ্রষ্ট।