জীবন পথ পাড়ি দিতে
কখন যে হয়ে গেল
অজান্তে ভুল,
ছিন্ন মুকুল রূপ ঝড়ে গেল
জীবনের সব ফুল।
আজ অথই পাথারে নিঃস্ব আমি
দু-নয়ন দেখেনা কূল।
এটা যে বিধির নিয়ম
কখনো সুখ কখনো দুঃখ
এইতো জীবন।
তবে দুঃখের ভাগটাই বেশি
সুখটা পরিমানে কম।
আমার জীবনে সুখের
কোন চিহ্ন নেই এক চুল
আজ অথই,,,,,,,,,,,,,দেখেনা কূল।
শুনি অজান্তে ভুল হলে
ক্ষমা করে দাও,
দোহায় প্রভু কূলহীন নদীটাকে
করুণা করে বাঁচাও।
সেওতো তোমার'ই সৃষ্টি
এ কথা কি ভুল?
আমায় বাঁচাও প্রভূ তুমি
নয়নে দেখাও কূল।
আজ অথই,,,,,,,,দেখেনা কূল।