হয়তো কথা হবেনা মুখোমুখি
চাইলেও আর কোনদিন,
তবু দুর থেকে যাব দেখে
মঙ্গল কামনা করবো চিরদিন।
যাহার ঘরের'ই আলো হয়ে
যাও না কেন তুমি,
ফুলের মতন সুবাস ছড়াইও
কোন এক জায়গায় থেকে যাব আমি।
মনে পড়লে তো মন পোড়েই
যেদিন ফুল তুলেছি ভোরেই
কোন পুকুর পাড়ে গিয়ে,
প্রজাপতির খেলাও দেখেছি
শুনেছি ভ্রমরের গুনগুন
ভেবেছিলাম সব তোমায় নিয়ে।
হয়তো, কান্না আসেনা চোখে
সে হাসিও আসেনা আর মুখে
তবু মুখে রাখি হাসি,
না,না এ নয় পরাজয়
তুমি সুখে থাকলেই আমার জয়
এভাবেই যেন বেঁচে থাকি।