মিষ্টি সকাল মিষ্টি বিকেল
আলো ছাঁয়ার কতই'না খেল
এমনি আমার গ্রাম,
যেথায় কাজের ফাঁকে
বটের নীচে
কৃষাণেরা নেয় বিশ্রাম।
ওরে দেখবি যদি আয়
সময় যে বয়ে যায়
সোনার দেশের ছাঁয়া ঘেরা এ গ্রাম।
এথায় সূর্য্য ওঠে পূর্ব থেকে
শাপলা ফোটে দিঘীর বুকে
বেনু বাজিয়ে গরু নিয়ে
নদী পার হয় রাখাল,
যেথায় রাতের পরে অপেক্ষা করে
পাখি ডাকা এক
মিষ্টি মধুর সকাল।
এথায় মাঝির মুখেও গান চলে অবিরাম,,,,,
এথায় কৃষাণ মনে হাসি আনে
আপন জমির গোলার ধানে
বারো মাসে তের পার্বণ,
নতুন ধান করতে বরণ
ঘরে ঘরে নবান্ন,
গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছ
গল্প পুঁথির আসর বসে নামে যখন সাঁঝ
আমার জন্মটায় ধন্য।
এথায় মায়ের হাতের পিঠা শীতের
কত যে সুনাম,
ওরে দেখবি যদি আয়
সময় যে বয়ে যায়
সোনার দেশের ছাঁয়া ঘেরা এ গ্রাম।