একদিন
সবার মায়া ত্যাগ করিয়া
   চলিয়া যাইতে হবে
পড়িবে ঘন্টা সেই দিনটা
   কেউ জানেনা কবে।
  কিসের এত দম্ভ তুরি
হাতে লাটা আকাশে ঘুড়ি
   রং করো কেন তবে।

দম দিয়াছে কম সময়ের
   ছোট্ট এইনা বেলা
বেলা শেষে অচিন দেশে
   যেতে হবে একেলা।
খেলা শেষবে সভা বসবে
   বিচারও এইপারে হবে
    রং করো কেন তবে।

সময় নিয়া ভবে আসিয়া
    সময় করিলাম নষ্ট
মন্দ করিয়া দু-হাত ভরিয়া
  সুখ চাই,চাইনাকো কষ্ট।
    সময়ে না করে কাজ
    সুখ কেন চাই আজ
     এটাই ভাবিতে হবে
     রং করো কেন তবে।

বেলার খেলার এই মেলায়
    রঙে হইনু উম্মাদ
আসবে যাবে এটাই হবে
  এইতো জন্মান্তরবাদ।
এই ঘটনা সবারই জানা
  অজানা শুধু ঠিকানা
ঠিকানাই খুঁজিতে হবে
রং করো কেন তবে।